img1
img1

আতিকুল ইসলাম

১৯৬১ সালের ১ জুলাই কুমিল্লা জেলার দাউদকান্দির ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেন মোঃ আতিকুল ইসলাম, উচ্ছ্বল শৈশবের দিনগুলো কাটানোর সময় খুব কাছে থেকে দেখেছেন মানুষের অভাব-অনটন ও দুঃখ দুর্দশার নানান চিত্র। তাই ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতেন একদিন বড় হয়ে মানুষের জন্য কিছু করবেন। এরপর থেকেই নিজেকে গড়ে তুলতে শুরু করলেন। পুলিশ কর্মকর্তা বাবা আর গৃহিনী মা ও ১১ ভাইবোনের পরিবারের সাথে ঢাকায় এসে ভর্তি হলেন বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজে। সেখান থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শুরু করলেন নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম।

১৯৮৫ সালে সম্পূর্ণ একক উদ্যোগে ‘দ্য রোজ ড্রেসেস’ নামে তৈরি পোশাক ব্যবসার মাধ্যমে শুরু করলেন তার পথচলা। এরপর দীর্ঘ ৩২ বছর ধরে ধারাবাহিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গার্মেন্টস শিল্পে গড়ে তুললেন সুপরিচিত একটি নাম-‘ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’। সততা, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে আতিকুল ইসলাম তৈরি পোশাক শিল্প ব্যবসায়ী মহলে তুমুল জনপ্রিয় হয়ে উঠলেন। ২০১৩ সালে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি নির্বাচিত হলেন। তাঁর দুরদর্শী দৃষ্টিভঙ্গি ও যোগ্য নেতৃত্বে বিজিএমইএ-কে পৌঁছে দিলেন নতুন এক উচ্চতায়।

কর্মজীবনের অর্জনসমূহঃ

বিজিএমইএ’র সভাপতি নির্বাচিত (২০১৩-২০১৫):

 • circle-1 ১৯৮৫ সালে ‘দ্য রোজ ড্রেসেস’ দিয়ে শুরু করে ৩২ বছর ধরে গড়ে তুলেছেন ‘ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
 • circle-1 ১৯ হাজার মানুষের কর্মসংস্থান করেছেন।
 • circle-1 নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বের জন্য ২০১৩ সালে নির্বাচিত বিজিএমইএ’র সভাপতি নির্বাচিত হয়েছেন।
 • circle-1 পোশাক শিল্প খাতে শ্রমিক স্বার্থরক্ষায় ও পণ্যের মান উন্নয়নে প্রতিষ্ঠা করেছেন ‘সেন্টার অফ এক্সিল্যান্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ’।
 • circle-1 শিক্ষার প্রসারে গড়েছেন ২ টি শিক্ষা প্রতিষ্ঠান।
 • বিজিএমইএ-তে অর্জন

 • circle-1 তৈরি পোশাক শিল্পে শিশুশ্রম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
 • circle-1 ‘ঢাকা অ্যাপারেল সামিট’ আয়োজন শুরু করেনযা বৈদেশিক ক্রেতা ও বিশেষজ্ঞদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
 • circle-1 পোশাক তৈরি কারখানায় কমপক্ষে ২ জন প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছেন।

ঠিকানা

 • হেড অফিস
  বাসা ৭৭ এ
  রোড নং ১৪
  বনানী
  ঢাকা
 • হেড অফিস
  বাসা ৭৭ এ
  রোড নং ১৪
  বনানী
  ঢাকা

পরামর্শ

আপনার আইডিয়াগুলো শেয়ার করুন